সুনামগঞ্জ প্রতিবেদন, তাহিরপুর
সুনামগঞ্জের পাহাড়ি নদ-নদীতে অস্বাভাকিভাবে পানি বৃদ্ধি পাওয়ায় তাহিরপুরের টাঙ্গুয়ার হাওড়সংলগ্ন ২৭নং পিআইসির অধীন গলগলিয়া বাঁধ ভেঙে হাওড়ে পানি প্রবেশ করছে। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধটির ভাঙন ঠেকানোর চেষ্টা করে যাচ্ছেন।
রোববার বিকাল ৪টার দিকে এ বাঁধ ভেঙে যায়। এর আগে সকাল ৮টায় ওয়াচ টাওয়ার-সংলগ্ন বাঁধের ওপর দিয়ে গুরমার হাওড়ে পানি প্রবেশ করে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, রোববার ভোর ৪টায় স্পিডবোটযোগে তিনি, ইউএনও মো. রায়হান কবীর ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান বর্ধিত গুরমার ২৭নং প্রকল্পটি দেবে গেছে শুনে পরিদর্শনে এসে
ছিলেন। ভোর থেকে ওই বাঁধে কাজও করছিলেন। সকাল ৮টার দিকে খবর আসে ওয়াচ টাওয়ারের পূর্বদিকে বাঁধ উপচে হাওড়ে পানি ঢুকছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা হয়েছে। অবশেষে বিকালে বাঁধ ভেঙে গেল।