২০২৩ সালেই বরিশালে হচ্ছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম

Top of Form

Bottom of Form

 

 বরিশাল থেকে:

শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের তৈরিতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের করতে যা যা দরকার তা সবই হচ্ছে এবার। চলমান এক প্রকল্পেই বরিশালবাসী পাবে শতভাগ সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম। প্রকল্পের কাজ শেষ হতে লেগে যাবে পুরো ২৩ সাল।

প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, উন্নয়ন কাজের মধ্যে প্রথম ধাপে পাঁচটি প্যাকেজের কাজ শুরু করা হয়েছে। আর গোটা কাজ শেষ হলে এ স্টেডিয়ামটিতে নির্বিঘ্নে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হতে পারবে। স্টেডিয়ামের উন্নয়ন কাজের মধ্যদিয়ে বরিশাল বিভাগে আন্তর্জাতিক খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক মানের আধুনিকায়ন প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় অর্ধশত কোটি টাকার এই প্রকল্পে ইনডোর ও আউটডোর স্টেডিয়ামে আমূল পরিবর্তন আসবে। একই সাথে সুইমিং পুলের সংকটও নিরসন হবে।

আন্তর্জাতিক মানসম্মত ক্রিকেট মাঠ, পাঁচটি পিচ, গ্যালারিতে চেয়ার সিটিং ও আচ্ছাদন নির্মাণ, জিমনেসিয়াম, ইনডোর নেট প্রাকটিসের যাবতীয় সুবিধা স্থাপন, প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, প্লেয়ার্স ড্রেসিং রুম, ডরমেটরি তৈরি, ফ্ল্যাড লাইট, গার্ডেনিংসহ একাধিক উন্নয়ন কাজ করা হবে। তবে প্রথমধাপে পাঁচ প্যাকেজে প্যাভিলিয়ন ভবন ও মিডিয়া ভবন, চাপকলসহ ডরমেটরি নির্মাণ, ইনডোর নেট প্রাকটিসের ব্যবস্থা, খেলোয়াড়দেও ড্রেসিং রুম, আন্তর্জাতিক সিস্টেমে মাঠ তৈরি ও গ্যালারিতে আচ্ছাদন দেওয়ার কাজ শুরু করা হয়েছে।

বরিশাল ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন হায়দার বলেন, প্রকল্প পরিচালকসহ যারা এই কাজে সংশ্লিষ্ট রয়েছি, তারা দিন রাত চলমান প্রকল্পের কাজের তদারকি করছি। আশা করছি নির্ধারিত সময়েই কাজ শেষ হবে।