কেউ গুম হয় না, আত্মগোপন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিত রিপোর্ট:

নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে কেউ গুম হয় না। কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে, পরে আবার ফিরে আসে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে রাজধানী উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সব সময় বলি, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট না। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছু দিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়। দু-একটি আত্মগোপনের ঘটনার তথ্য আমরা এখনো পাইনি। আমরা মনে করি, তাদের অচিরেই আমরা সামনে এনে দিতে পারবো।

লবিস্ট নিয়োগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা নিয়ে সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কোন কোন লবিস্ট কার দ্বারা নিযুক্ত হয়েছেন। কত টাকা দিয়েছেন। সবগুলো কিন্তু তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। এরপর বোধ হয় আমাদের আর কিছু বলার থাকে না।