চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে দুই ব্যক্তির নমুনায় ওমিক্রনের সাম্প্রতিকতম ধরন ‘বিএ২’ বা ‘স্টেলথ ওমিক্রন’ শনাক্ত হয়েছে। বন্দরনগরীতে এই প্রথম ‘বিএ২’ শনাক্তের খবর মিলেছে।
এ বছরের জানুয়ারি মাসেই কয়েকটি দেশে এই ‘স্টেলথ ওমিক্রন’। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতালের রোগীদের জিনমিক সার্ভেইল্যান্স প্রজেক্টের আওতায় জিনোম সিকোয়েন্সের মাধ্যমে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ও করোনা ইউনিটের চিকিৎসক ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. আদনান মান্নান গণমাধ্যমকে এসব তথ্য জানান।