অলোকিত রিপোর্ট:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাধারণ জরুরি বিভাগ চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর প্রথমবারের মতো ১০০টি শয্যা নিয়ে বহুল কাঙ্ক্ষিত বিভাগটি চালু হলো।
সোমবার বেলা সাড়ে ১১টায় কেবিন ব্লকে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করেন। এখন থেকে বিএসএমএমইউতে ২৪ ঘণ্টাই মিলবে জরুরি স্বাস্থ্যসেবা।
এ সময় উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণ জরুরি বিভাগের বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জরুরি বিভাগের কার্যক্রম শুরু করা ছিল বহুল কাঙ্ক্ষিত বিষয়।