শুরু হচ্ছে ক্র্যাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আলোকিত রিপোর্ট:

অপরাধ বিষয়ক পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে ক্র্যাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষতায় আগামী ৮ নভেম্বর শুক্রবার ২য় ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব ২০২১ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হবে।

গত বছর প্রথম ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব সফল হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ওয়ালটন ক্র্যাব  ক্রীড়া উৎসবে ইনডোর ও আউটডোর ফরম্যাটে খেলা অনুষ্ঠিত হবে।

ইনডোর গেমসে থাকছে দাবা, ক্যারম, কলব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ, শুটিং। আউটডোরে থাকছে মিনি ম্যারাথন, ফুটবল এবং ক্রিকেট টূর্নামেন্ট। ইনডোর গেমসে দাবা, ইন্টারন্যাশনাল ব্রিজ, কলব্রিজ ক্র্যাব কার্যালয়ে হবে। ক্যারম  খেলা হবে ক্যারম ফেডারেশনে। ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হবে পল্টন মাঠে। ইতোমধ্যে এসব টূর্নামেন্টে অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন শেষ হয়েছে। এসব টূর্নামেন্টে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েনের প্রায় ৩শ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

আজ সোমবার দুপুরে ক্র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্র্যাবের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে টূর্নামেন্টের বিষয়ে কথা বলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ওয়ালটন গ্রæপের  সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন সাবেক সহ সভাপতি এস এম আবুল হোসেন, বর্তমান কমিটির সহ সভাপতি নিত্য গোপাল তুতু।

সংবাদ সম্মেলনে টূর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু। সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই ওয়ালনটনকে ধন্যবাদ জানান।

পৃষ্টপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ওয়াটন  হাইকেট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ক্র্যাবের ক্রীড়া উৎসবের অংশিদার হিসেবে কাজ করবে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনেও ওয়ালটন সব সময় পৃষ্ঠপোষকা করে। তারই ধারাবাহিকতায় ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন পাশে দাড়িয়েছে। এ ধারা অব্যহত থাকবে বলে আশা করি।

সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মিজান মালিক বলেন, ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন আমাদের পাশে দাড়িয়ে ক্র্যাব সদস্যদের খেলাধুলার মানোন্নয়নে ভুমিকা রেখেছে। ওয়ালটন দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কাজ করছে তেমনি ক্র্যাবের পাশেও দাড়ানোর কারণে আমরা কৃতজ্ঞ। আশা করি আগামী দিনগুলোতেও ওয়ালটন ক্র্যাবের পাশে থাকবে। আশা করি এবারের টূর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ হবে।