ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
অভিযান শেষে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে তিনটি দোকান থেকে মোট ১ হাজার ২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়।
বিদ্যমান আইন লঙ্ঘনের দায়ে রাকিব অটোকে ৩০ হাজার টাকা, হামিম স্টোরকে ১০ হাজার টাকা এবং হৃদয় স্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।
যৌথ বাহিনী জানায়, নাশকতা এড়াতে এবং জনস্বার্থ রক্ষায় অবৈধ জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
-সাইমুন










