উপজেলার তারাব পৌরসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু হয়ে স্লুইস গেইট, দিঘীবরাব, বউ বাজার, মুগরাকুল ও বরাব এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় প্রার্থীর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, তারাব পৌরসভার আমীর নাজমুল হক, সেক্রেটারি রাফিউল হক নওফেল, পৌর শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদের, ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ডা. সুলতান মাহমুদ, দুলাল হোসেন, ইসমাইল হোসেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে সাংবাদিক নজরুল ইসলাম বাদলের প্রশ্নের উত্তরে আনোয়ার হোসেন মোল্লা বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, রূপগঞ্জে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি রূপগঞ্জের জনগণ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবে।
নজরুল ইসলাম বাদল,নারায়ণগঞ্জ










