বগুড়ায় বিস্ফোরক মামলার আসামি সোহাগ সরকারকে র‌্যাবের গ্রেপ্তার

উত্তরবঙ্গের বগুড়ার আলোচিত মতিন-তুফান সরকারের ভাই সোহাগ হাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামি সোহাগ হাজী।

সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তাধীন আসামি মোঃ সোহাগ সরকার (৪৫) কে বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর, চামড়ার গোডাউন এলাকা থেকে আটক করা হয়।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া সদর থানার মামলা নং-৭৭, তারিখ ২২/১০/২০২৫, ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩২৬/৩০৭/১১৪/১০৯ দণ্ডবিধি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৫/৬ ধারার তদন্তাধীন আসামি মোঃ সোহাগ সরকার (৪৫), পিতা মোঃ মজিবর রহমান, সাং চক সূত্রাপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থান করছে এবং গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকস আভিযানিক দল অভিযানে অংশ নেয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তাধীন সন্দেহভাজন আসামিকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 শাহাদত হোসেন,বগুড়া/