ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষ প্রার্থীর এম এ হান্নানের জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ হান্নানের  প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ২৩ জানুয়ারি বিকালে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া নতুন বাজার চত্বরে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ  আইয়ুব খানের সভাপতিত্বে ও  পুর্বভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

জনসভায় ইউনিয়ন ও বিভিন্ন ওর্য়াড থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে অংশ নেন। নির্বাচনী  জনসভায়  প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি  জননেতা এম এ হান্নান। প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, “ ব্রাহ্মণবাড়িয়া -১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষে ভোট দিয়ে জনগণ আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবে।” তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শামসুল হক লিটন,এডভোকেট এম কাশেম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,কুন্ডা  ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন ভূইঁয়া,সাবেক ইউপি চেয়ারম্যান  মোহাম্মদ রেনু মিয়া, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার, মোহাম্মদ সালাউদ্দিন পিন্টু, মোহাম্মদ শের আলী,অবিন রাজা, উপজেলা যুবদলের সভাপতি  জামাল আহমেদ,সাধারণ সম্পাদক  মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম নাছির রহমান,নজরুল ইসলাম,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, মহিলা দল নেত্রী লুৎফুর নাহার পাপড়িসহ  উপজেলা ও ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া