রিজ আহমেদের আকাঙ্ক্ষা জেমস বন্ড হওয়ার

অস্কারজয়ী অভিনেতা রিজ আহমেদ এবার ‘জেমস বন্ড’ হওয়া নিয়ে দারুণ এক রসিকতা করলেন। তবে এই রসিকতার নেপথ্যে রয়েছে তার আসন্ন কমেডি সিরিজ ‘বেইট’ (Bait), যা নিয়ে বর্তমানে চলচ্চিত্র পাড়ায় বেশ শোরগোল চলছে। সম্প্রতি সানড্যান্স চলচ্চিত্র উৎসবে সিরিজটির প্রিমিয়ারে রিজ আহমেদ জেমস বন্ড হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

সিরিজটিতে রিজ আহমেদ অভিনয় করেছেন শাহ লতিফ নামক একজন সংগ্রামী ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতার চরিত্রে। গল্পের মোড় ঘোরে যখন শাহ লতিফের দেওয়া একটি জেমস বন্ড অডিশনের ভিডিও অনলাইনে ফাঁস হয়ে যায়। মুহূর্তেই তা ভাইরাল হয় এবং সবাই ভাবতে শুরু করে যে রিজ আহমেদই হতে যাচ্ছেন পরবর্তী ০০৭। এই ভুল বোঝাবুঝি থেকেই তার ব্যক্তিগত জীবনে শুরু হয় চরম এক সংকট।
প্রত্যেকেরই বন্ড হওয়ার একটা অডিশন থাকে। যেমন ড্যানিয়েল ক্রেইগের ছিল ‘লেয়ার কেক’ মুভিটি। আর এই সিরিজটি হলো আমার বন্ড অডিশন। আমি সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই শো দেখার পর যদি কারও মনে না হয় যে আমার বন্ড হওয়া উচিত।

তার মতে, ‘বেইট’ আসলে বন্ড হওয়ার গল্প নয়, বরং এটি জীবনের ‘অডিশন’ নিয়ে। আমরা সবাই প্রতিনিয়ত অন্যের কাছে নিজেকে প্রমাণ করার যে চেষ্টা করি, সিরিজটি সেই মনস্তাত্ত্বিক দিকটিই তুলে ধরেছে।

ই সিরিজে শুধু অভিনয়ই নয়, চিত্রনাট্যও লিখেছেন রিজ আহমেদ নিজেই। তবে তার ভাষ্য অনুযায়ী, ‘বেইট’ আসলে বন্ডকে নিয়ে নয়। বরং এটি জীবনের অডিশন নিয়ে। রিজ বলেন, “আমরা সবাই যেন প্রতিনিয়ত কোনো না কোনো পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছি। নিজেকে প্রমাণ করা, গ্রহণযোগ্য হওয়া—সবই একেকটা অডিশনের মতো।”

সানড্যান্সে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই সিরিজটির অনুপ্রেরণা এসেছে। ব্যক্তিগত সত্তা আর প্রকাশ্য পরিচয়ের ফারাক, অনলাইনে অপরিচিত মানুষের স্বীকৃতি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা—এসব ভাবনা থেকেই ‘বেইট’-এর জন্ম। তাঁর কথায়, “কখনো কখনো মনে হয়, জীবনটাই একটা বিশাল অডিশন।”

তবে বাস্তবে জেমস বন্ড প্রসঙ্গ এড়িয়ে যাওয়া কঠিন ছিল। কারণ ০০৭ ফ্র্যাঞ্চাইজি এখন বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর অ্যামাজনের তত্ত্বাবধানে নতুনভাবে যাত্রা শুরু করছে জেমস বন্ড, আর সেই অ্যামাজনই আবার ‘বেইট’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। এই প্রসঙ্গ টেনে রিজ আহমেদ রসিকতা করে বলেন, “প্রত্যেকেরই বন্ড হওয়ার একটা অডিশন থাকে। ড্যানিয়েল ক্রেগেরটা ছিল ‘লেয়ার কেক’। আর এটা—এই শো—আমার বন্ড অডিশন।”

তিনি আরও মজা করে যোগ করেন, “এই সিরিজ দেখার পর যদি মনে না হয় আমার বন্ড হওয়া উচিত, তাহলে আমি যে কাউকে চ্যালেঞ্জ দিচ্ছি।”

এদিকে নতুন বন্ড অভিনেতা হিসেবে ইন্টারনেটে গুঞ্জনে উঠে এসেছে ‘ইউফোরিয়া’ তারকা জ্যাকব এলর্ডির নাম। এই প্রসঙ্গ তুলতেই এক সাক্ষাৎকারে সহ-অভিনেতা গুজ খান রসিকতা করে বলেন, রিজ আহমেদের চেয়ে জ্যাকব এলর্ডিই নাকি বন্ড হবেন। কথা শুনেই হাসতে হাসতে সেট ছেড়ে বেরিয়ে যান রিজ—যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।

সব রসিকতার পর অবশ্য সিরিয়াস সুরে রিজ আহমেদ স্পষ্ট করেন, ‘বেইট’ আসলে অন্য কেউ হয়ে ওঠার আকাঙ্ক্ষা নিয়ে। তার মতে, জেমস বন্ড এখানে একটি প্রতীক—চূড়ান্ত আলফা-মেলের। এমন কিছু, যা তার চরিত্র হতে চায়, কিন্তু হয়তো হতে পারে না। আর এই অনুভূতিটাই অনেক মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে মিলে যায়।

-বিথী রানী মণ্ডল