ফরিদপুরে স্কুলছাত্র পরীক্ষায় পাস না করায় গলায় রশি দিয়ে আত্মহত্যা

ফরিদপুরের সালথায় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মো. সিয়াম শেখ (১২) নামে স্কুলছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে নিজ বসতঘরের বারান্দার আড়া থেকে তার ঝুলন্ত লাশ নামান পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত সিয়াম শেখ উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী মো. ওবায়দুর শেখের ছেলে।

তিনি ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, সিয়াম গেল ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ৬ বিষয় ফেল করে। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। শুক্রবার বেলা ১১টার দিকে গলায় রশি পেঁচানো অবস্থায় নিজ ঘরের বারান্দার আড়ার সঙ্গে সিয়ামকে ঝুলতে দেখেন পরিবার।

পরে তার মরদেহ দ্রুত সেখান থেকে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে বিকেলে স্কুলছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, নিহতের পরিবারের দাবি- পরীক্ষায় পাস না করায় সে আত্মহত্যা করেছে।

-সাইমুন