আটকরা হলেন— মো. আলী হোসেন (৭০) ও তার স্ত্রী বানু বেগম (৬০)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় মাদকের মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলী হোসেন ও বানু বেগমের বাড়ি যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের ঘর থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার বাটখারা ও নগদ তিন লাখ ৩৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী এই দম্পতির বিরুদ্ধে গলাচিপা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
-সাইমুন










