দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান দলগুলোর পররাষ্ট্রনীতি ও কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মাজহার। তিনি দাবি করেছেন, দেশের প্রতিটি রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট এবং নাগরিক সমাজের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মার্কিন সংশ্রব ও রাজনৈতিক দলগুলোর নীরবতা রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী আচরণের সমালোচনা করে ফরহাদ মাজহার বলেন, বর্তমানে অনেক দলকেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেলেও মার্কিন সাম্রাজ্যবাদের বিষয়ে তারা এক প্রকার নীরবতা পালন করছেন। তিনি মন্তব্য করেন, বাস্তবতায় প্রতিটি রাজনৈতিক দলই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের শক্তির সঙ্গে আপস করে চলছে। তাঁর মতে, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে কেবল একটি দেশের বিরোধিতা করা প্রকৃত রাজনৈতিক মুক্তি এনে দিতে পারে না।
গাজা ইস্যুতে জামায়াতে ইসলামীর ভূমিকার সমালোচনা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রসঙ্গে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন ফরহাদ মাজহার। তিনি বলেন, গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর বিষয়ে জামায়াত কোনো আপত্তি তোলেনি। তাঁর মতে, এই নিরবতা ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতির সঙ্গে জামায়াতের একটি গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তিনি বিষয়টিকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি ‘ভয়ংকর অমঙ্গল সংকেত’ হিসেবে অভিহিত করেন।
ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক আইনের অকার্যকরতা বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে ফরহাদ মাজহার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিশাল ভূ-রাজনৈতিক শক্তি, যার সামনে আন্তর্জাতিক আইন বর্তমানে প্রায় অকার্যকর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, শক্তিশালী দেশগুলো যখন নিজেদের স্বার্থে আইন লঙ্ঘন করে, তখন আন্তর্জাতিক আইনের আর কোনো মূল্য থাকে না। এই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রকৃত শক্ত অবস্থান তৈরি করা।
নাগরিক সংকট ও আলোচনা সভা ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ আয়োজিত এই সভায় দেশের নিত্যপ্রয়োজনীয় সেবা যেমন গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কথা তুলে ধরা হয়। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষ যখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তখন রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের পাশে দাঁড়িয়ে সমাধান খোঁজা। সভায় অন্যান্যদের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন।