দিনাজপুরে জেলা তাঁতীদলের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার আয়োজনে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি- ২০২৬ বুধবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান এর প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত নির্বাচনী প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল করিম, যুগ্ম সম্পাদক একেএম ফারহান কাজল, হেলাল সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ হোসনে চুন্নু, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক আবুল হোসেন খোকন, পৌর তাঁতীদলের সভাপতি মোঃ হিরা আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান আলী, সহ-সভাপতি মোঃ রাজেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল আলম পুতুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আলী, কোতয়ালী তাঁতীদলের সভাপতি মোঃ বাবু, সহ-সভাপতি মোঃ মিন্নাত খান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, ৩ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ নাদিম, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ৮নং শংকরপুর ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক মোঃ মোস্তফা বাবলু, যুগ্ম আহবায়ক মোঃ গোলাম কিবরীয়া, বীরগঞ্জ পৌর তাঁতীদলের আহবায়ক মোঃ নুরুনবী।
উক্ত নির্বাচনী প্রস্তুতি মূলক সভায় অন্যান্যদের মধ্যে ব্রুনাই প্রবাসি বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর পৌর তাঁতিদলের সহ-সভাপতি সাইমুন ইসলাম (সুমন), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল আল হাসান, ক্রিয়া সম্পাদক জিয়াউর রহমান দুলালসহ জেলা তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী সভায় জাতীয়তাবাদীদল বিএনপির দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের ধানের শীর্ষ মার্কার প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে জেলা তাঁতীদলের সর্বস্তরের নেতাকর্মীদের সততা, আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর