২০২৬ সালে পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজারের বেশি হজযাত্রী রয়েছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সহায়তায় মেডিক্যাল টিম, হজ গাইড ও প্রশাসনিক দলও সৌদি আরবে যাবেন। ২০২৬ সালের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী সব হজযাত্রীর জন্য মেডিক্যাল ফিটনেস বাধ্যতামূলক।
বাংলাদেশি হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া ও ফ্লাইনাস এই তিনটি এয়ারলাইনস দায়িত্ব পালন করবে। হজ ব্যবস্থাপনায় সব এজেন্সিকে নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
সাবরিনা রিমি/










