দীঘিনালায় রাজনৈতিক মামলার তদন্তে পুলিশের অভিযান, যুবক আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাজনৈতিক সহিংসতা সংক্রান্ত একটি মামলার তদন্ত জোরদার করেছে পুলিশ। এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দীঘিনালা থানা সূত্র জানায়, ২০ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপপরিদর্শক (এসআই) চয়ন হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল বড় মেরুং এলাকার ৩০ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে মোহাম্মৎ সাইদুল আলম (২৩) নামের এক যুবককে আটক করা হয়।

আটক যুবক মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার তথ্য তদন্তে উঠে এসেছে।

পুলিশের দাবি, গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ সালে দীঘিনালা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তাকে গুরুত্বপূর্ণ সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রাখা হয়েছিল। ওই মামলায় সংঘবদ্ধ সহিংসতা, মারধর, গুরুতর আহত করা, হত্যাচেষ্টা, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এই গ্রেপ্তার মামলার তদন্তে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করা হবে।

এদিকে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও সতর্ক করা হয়েছে।

-লোকমান হোসেন, দীঘিনালা(খাগড়াছড়ি)