২৬৪ স্ট্রাইক রেটে স্বর্ণার বিধ্বংসী ইনিংসে ছক্কার রেকর্ড

নারী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার ঝড় তুলেছেন। ক্রিজে গিয়ে মাত্র ১৪ বল খেলেই তিনি দলের জন্য বড় পুঁজি গড়েন, ১ চারের সঙ্গে ৪টি ছক্কা মেরে ২৬৪.২৮ স্ট্রাইক রেটে ৩৭ রান সংগ্রহ করেন।

স্বর্ণা পঞ্চম বলে প্রথম ছক্কা হাঁকান এবং পরবর্তী ৮ বলের মধ্যে আরও ৩টি ছক্কা মেরে দলকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে আয়েশা রহমান শুকতারা, সানজিদা ইসলাম ও নিগার সুলতানা জ্যোতির ছিলেন সর্বোচ্চ ৩টি ছক্কার রেকর্ডধারী।

ম্যাচে সব মিলিয়ে বাংলাদেশ ৫ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। স্বর্ণার পাশাপাশি সোবহানা মোস্তারি ২টি, দিলারা আক্তার ১টি এবং জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ১টি ছক্কা হাঁকান। এই আটটি ছক্কা বাংলাদেশের নতুন রেকর্ড। এর আগে ইংল্যান্ড, মালয়েশিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে ভিন্ন তিন ম্যাচে বাংলাদেশ ৪টি ছক্কা হাঁকিয়ে সমজাতীয় রেকর্ড গড়েছিল।

দলের সংগ্রহে স্বর্ণার ৩৭ রানের ইনিংস সবচেয়ে বড় অবদান রাখে। এছাড়া সোবহানা ২৪ বলে ৩৪ রান এবং দিলারা ২৯ বলে ৩৫ রান করেন। স্বর্ণার এই ইনিংস বাংলাদেশ নারী দলের জন্য বড় শক্তি হিসেবে কাজ করেছে।

-এমইউএম