যাত্রীবাহী বাস উল্টে খালে, আহত ১৭

চাঁদপুরের জৈনপুর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পেন্নাই সড়কের পশ্চিম নাগদা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার মধ্যে নাগদা গ্রামের রাকিব (২৫), নওগাঁও গ্রামের রুবি বেগম (৪৯), ফরিদগঞ্জ উপজেলার মোস্তফা কামাল (৬৫) ও লাভলু (৪৫), হাইমচর উপজেলার ইয়াসমিন আক্তার (২৪) ও তার ছেলে বায়েজিদ (৩), চাঁদপুর সদর উপজেলার সফিকুর রহমান (৪০) মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেওয়ার পর তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন ক্লিনিকে আরো ৮ থেকে ১০ জন চিকিৎসাসেবা নিয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ৩০-৩৫ জন যাত্রী নিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে জৈনপুরী পরিবহনের একটি বাস। একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে যায়। পরে আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।

মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে আসায় ৬ জনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। তবে খালে পানি না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। চালক ও বাসের হেলপার পলাতক।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-saimun