কোম্পানীগঞ্জে কম্বলের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি জামায়াত সমর্থক বলে স্থানীয়ভাবে পরিচিত।

রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী অভিযুক্তের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কাউছার উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে অভিযুক্ত কাউছার একটি সংস্থার মাধ্যমে ভুক্তভোগী নারীকে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর গত ২৭ ডিসেম্বর শীতের কম্বল দেওয়ার কথা বলে ফোন করে তাকে নিজের বাড়িতে আসতে বলেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল নিতে গেলে অভিযুক্ত তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী নারী অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে তাকে এবং তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন অভিযুক্ত কাউছার। প্রাণভয়ের কারণে তিনি দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখতে বাধ্য হন। পরবর্তীতে সাহস সঞ্চয় করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ

হামিদুল হক রিপন , নোয়াখালী