ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে লিগ্যাল নোটিশ

নোয়াখালীর হাতিয়ার উপকূলে অবস্থিত ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত না করার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি ভাসানচরকে প্রশাসনিকভাবে সন্দ্বীপের আওতায় নেওয়ার সম্ভাব্য উদ্যোগের খবরে এ নোটিশ দেওয়া হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং প্রশাসনিক ধারাবাহিকতা অনুযায়ী ভাসানচর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অংশ। এটিকে সন্দ্বীপের সঙ্গে যুক্ত করার কোনো আইনগত বা বাস্তব ভিত্তি নেই। এমন সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা সংবিধান ও প্রচলিত প্রশাসনিক বিধিবিধানের পরিপন্থী হবে বলেও নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ভাসানচরে বসবাসকারী জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধার বিষয়টি বিবেচনা না করে একতরফা সিদ্ধান্ত নিলে স্থানীয়দের মৌলিক অধিকার ক্ষুণ্ন হবে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত না করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে লিগ্যাল নোটিশের জবাব না এলে বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নেওয়া হবে।

হামিদুল হক, নোয়াখালী