দিনাজপুরে খালেদা জিয়ার জন্য ৩নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুর পৌর বিএনপির অন্তর্গত ৩ নং ওয়ার্ডের আয়োজনে ১৭ জানুয়ারি-২০২৬ শনিবার বিকেলে শহরের মুন্সিপাড়া হেমায়েত আলী হল প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের বিএনপি মনোনীত দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মঞ্জুরুল করিম জ্যামস এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা মোঃ রেহাতুল ইসলাম খোকা ও মোঃ মতিবুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা আক্তার, হিন্দু -বৌদ্ধ- খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় নেতা লালবাবু প্রসাদ কানু, জেলা কমিটির আহ্বায়ক উত্তম কুমার রায়, সহ সভাপতি অশোক গুপ্ত,সাধারণ সম্পাদক বাবলু ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা শওকত উল্লাহ মজিদ বাদশা, সহ-সভাপতি মোঃ জার্মান আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ একরাম আলী,সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক কাজল, যুব বিষয়ক সম্পাদক রানা, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তারেক রহমান, সদস্য বিজয় গুপ্ত, জেলা তাঁতী দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন চুন্নু, জেলা-পৌর ও ওয়ার্ড এর মহিলা দলের নেতৃবৃন্দ, এছাড়াও ১২টি মহল্লার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুন্সিপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসলাম হোসেন।
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর