নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে, পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে হউঠান বৈঠক করায় ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা সহকারী কমিশনার মোঃ আসিফ আলী এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষির হাট পূর্ব পাড়া গ্রামে পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল্লাহ সুফির পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেন ওই এলাকার মৃত আমীর হোসেনের ছেলে সানোয়ার হোসেন।
পরে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৬ এর খ ধারা’য় তাকে ১ হাজার টাকা জরিমানা করেন। পরে সানোয়ার হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আসিফ আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।