বাংলাদেশ থেকে মাংস ও ডিম আমদানির নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত

বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার।

বৃহস্প‌তিবার (১৫ ডিসেম্বর) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাসের জানায়, কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আগের যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরো জানানো হয়, বাংলাদেশি সমস্ত ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য এবং ডিম বাংলাদেশ থেকে কুয়েতে আমদানির ওপর নিষেধাজ্ঞা কুয়েত সরকার প্রত্যাহার করেছে। ২০২৩ সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি দেশ থেকে সব ধরনের পাখির মাংস ও ডিম আমদানি নিষিদ্ধ করে কুয়েত। যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে এবং ফ্রান্সে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে সরকারকে এই সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করে কুয়েতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।

– ইমরান