২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ পাবে। এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
পরীক্ষার সময়সূচি প্রকাশ: ফরম পূরণের সময় বাড়ানোর পাশাপাশি গতকাল বিকেলে চলতি বছরের এসএসসি পরীক্ষার বিস্তারিত সময়সূচিও প্রকাশ করেছে বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
লিখিত পরীক্ষা শেষ: ২০ মে।
ব্যবহারিক পরীক্ষা শুরু: ৭ জুন।
ব্যবহারিক পরীক্ষা শেষ: ১৪ জুন।
উল্লেখ্য, গত বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই তুলনায় এবার পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু হচ্ছে। মাঝখানে সরকারি ছুটি থাকায় ব্যবহারিক পরীক্ষাও কিছুটা দেরিতে শুরু হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।