আল আমিন মুন্সী , নরসিংদী থেকে:
নরসিংদীর মনোহরদীতে সাড়ে ১২ হাজার অসহায়, দুস্থ পরিবারের মধ্যে এক বস্তা করে চাল সরবরাহ করেছে মজিদ মোল্লা ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে উপজেলার মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরনকার্য অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।এসময়, চালের বস্তার পাশাপাশি প্রত্যেক পরিবারের জন্য ৪ টি করে মাস্ক ও যাতায়ত ভাড়া বাবদ দুইশত করে নগদ টাকা প্রদান করা হয়। মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি । নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাসেম প্রমুখ। চাল ও মাস্ক বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, করোনাকালে আওয়ামীলীগ সরকার জনগনের পাশে ছিলো । মজিদমোল্লা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ নেয়ার জন্য । আশাকরি এই সহায়তা অনাথ ও নিম্ন আয়ের মানুষদের কষ্ট একটু হলেও লাঘব করবে ।