জামায়াত আমিরের সঙ্গে মার্কিন শিক্ষাবিদসহ খ্রিষ্টান প্রতিনিধি দলের সাক্ষাৎ

ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘুদের অধিকার, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক শান্তি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে যা আলোচনা হলো
সাক্ষাৎকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক দেশ। এখানে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে।”

খ্রিষ্টান প্রতিনিধি দলের পক্ষ থেকে ড. গর্ডন ক্লিংগেনশমিট বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং এ ধরনের সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধি দলটি খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় তুলে ধরে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করে।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা
সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।

খ্রিষ্টান প্রতিনিধি দলে আরও ছিলেন ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাশ, বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বাড়ৈসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক