নির্বাচনের আগে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে বড় উত্থান

ছবি: বাসস

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও চলমান ভূ–রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে (এফডিআই) উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় নিট এফডিআই দাঁড়িয়েছে ৩১৫.০৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের ১০৪.৩৩ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২০২ শতাংশ বেশি।

টানা দুই প্রান্তিকে এই প্রবৃদ্ধিকে বিনিয়োগকারীদের আস্থার শক্তিশালী ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে মোট নিট এফডিআই প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ১.৪১ বিলিয়ন মার্কিন ডলারে। আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭৮০ মিলিয়ন ডলার, ফলে বছর ব্যবধানে নিট এফডিআই প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শুধু মোট বিনিয়োগ নয়, এফডিআইয়ের বিভিন্ন উপাদানেও ইতিবাচক প্রবণতা স্পষ্ট। ইকুইটি বিনিয়োগ ৩১.৬৯ শতাংশ বেড়ে ২০২৪ সালের ৭৬.৭৯ মিলিয়ন ডলার থেকে ২০২৫ সালে ১০১.১২ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে পুনর্বিনিয়োগকৃত আয়ে (রিইনভেস্টেড আর্নিংস)। ২০২৪ সালে যেখানে এই খাতে বিনিয়োগ ছিল ৭২.৯০ মিলিয়ন ডলার, সেখানে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে তা প্রায় তিন গুণ বেড়ে ২১১.৪৭ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক এই বিনিয়োগ প্রবৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ারই প্রতিফলন।

সূত্র : কালের কণ্ঠ

আফরিনা সুলতানা/