আরিফুল আলম আশিক | শিবপুর উপজেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর শিবপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং রশিদ ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে এক ডিলারসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজারে মেসার্স সাইফুল ডিপোকে পাইকারি বিক্রির ক্ষেত্রে রশিদ প্রদান না করার অপরাধে ৫ হাজার টাকা এবং আরেকজন খুচরা ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, দলটি ইটাখোলা মোড়ে ওমেরা গ্যাসের একজন ডিস্ট্রিবিউটরের গোডাউন পরিদর্শন করে। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম বলেন, “ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”










