হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জিতে মাত্র একটি ব্রিজের অভাবে দীর্ঘ ৬ বছর থেকে সীমাহীন দুর্ভোগে ওই এলাকার কয়েক হাজার মানুষ। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ও গ্রাম এখন শহর’ হলেও পরিবর্তন হয়নি চাকলাপুঞ্জির। এতে চরম হতাশায় ওই এলাকার বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা যায়, চাকলাপুঞ্জির ওই পথ ধরে অন্তত ৪ হাজার শ্রমিকের যাতায়াত। তাছাড়া ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে প্রতিনিয়ত স্কুল, মসজিদ ও হাট-বাজারে যেতে হচ্ছে হাজারো মানুষের। দিনদিন সেই ঝুঁকির মাত্রা বাড়লেও কাঠের সেতুটি আর পাকা হচ্ছে না। সেই সাথে আছে আরও নানা ভোগান্তি।
এমন বাস্তবতায় বুকভরা আশা নিয়ে ভুক্তভোগীরা বারবার জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বরং তা আশ্বাসেই বন্দী হয়ে আছে।
সবশেষ স্থানীয় সাংসদ ও সরকারের বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর কাছে ব্রিজটি নির্মাণের দাবী জানান এলাকাবাসী। তার সেই আশ্বাসে যদি কিছু হয়; সেই অপেক্ষায় বুক বেধে আছে চাকলাপুঞ্জি ও ছনবাড়িবাসী।
এ বিষয়ে স্থানীয় ৩নং দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার জানান, চুনারুঘাট উপজেলার মধ্যে চাকলাপুঞ্জিবাসীরা খুবই অবহেলিত। ব্রিজ ও রাস্তা বলতে কিছুই নেই এখানে। একজন ইউপি চেয়ারম্যানের পক্ষে পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ সম্ভব না। আমি ব্রিজ নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবুও চেষ্টা চলছে।’
উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কালাম জানান, ব্রিজটি একটি খরস্রোতা ছড়ার উপর। পাহাড়ী ঢল আসলে বালি ও পানি এসে যেখানে সজোরে আঘাত করে। ফলে বছরের পর বছর ভাঙ্গতে থাকে। তবে ১শ মিটার ব্রিজের প্রজেক্টে এই ব্রিজটি নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যে বাস্তবায়নের আশা করা যায়।