নোয়াখালীতে বিনা মুল্যে সার বিতরন

বিশিষ্ট পশু চিকিৎসক হানিফ মাহমুদ ভূঁইয়া।।
নোমান খসরু
আলোকিত স্বদেশ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ রসুলপুর ইউনিয়নের পূর্ণচন্দ্র ভূঁইয়ার হাটের বিশিষ্ট পশু চিকিৎসক বিসিআইসি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কতৃক নিয়োজিত কৃষকের বন্ধু খ্যাত হানিফ মাহমুদ ভূঁইয়া। দীর্ঘদিন থেকে কৃষকদের মাঝে সার কীটনাশক বীজ বিনামূল্যে বিতরণ করে সেবা দিয়ে আসছে জনগণের মাঝে। এছাড়া তিনি পশু চিকিৎসা হিসেবেও অত্র নোয়াখালীতে খ্যাতি অর্জন করেছে জনগণের মাঝে। তিনি আমাদের আলোকিত স্বদেশের প্রতিবেদক নোমান খসরুকে জানান নোয়াখালী চৌমুহনী এস এ কলেজ থেকে ডিগ্রী অর্জন করার পর তিনি পশু চিকিৎসা পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। সমাজে বিশেষ করে কৃষকদের সেবায় গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেন। কারো গরু ছাগলের ছাগল হাঁস মুরগি রোগাক্রান্ত হলে তাকে খবর দেয়া হয় তার চিকিৎসা সেবায় সারিয়ে তোলেন তাদের। পাশাপাশি তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বি সি আই সি কর্তৃক সার বীজ কীটনাশক ডিলার তিনি। নোয়াখালী কৃষি বিভাগ ও পশু হাসপাতাল কর্তৃক পশু চিকিৎসক তিনি।