পাঁচবিবিতে অবৈধভাবে বালু উত্তোলণের সরঞ্জাম জব্দ

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের অধিন আটাপাড়া বেইলী ব্রীজের সন্নিকটে শাখা যমুনা নদীতে দীর্ঘ কয়েক মাস ধরে বালু দস্যুরা অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন করে আসছিল।

সেখানে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করায় নদী পাড়ের কৃষকের পাট সহ নানা ফসল নদীগর্ভে বিলীন হতে থাকে। এমতবস্থায় ভুক্তভোগীরা অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেও কোন আশান্বিত সুফল পায়নি।

শনিবার বিকেলে  পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এম এম আশিক রেজা অভিযানে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে একটি শ্যালো মেশিন, প্লাষ্টিকের ড্রাম, পাইপ ও বাঁশ জব্দ করেন।

বাগজানা ইউপি চেয়াম্যান নাজমুল হক বলেন, আমি এই অভিযান সম্পর্কে কিছুই জানি না। এলাকায় জায়গায় খোঁজ খবর নিয়েও জানা যায় নি এই বালু দস্যুদের মূল হোতা ও এদের সহযোগী কারা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আশিক রেজা বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আর অসাধু বালু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।