বরমী জামেয়ার খতমে বুখারী সম্পন্ন

গাজীপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আনওয়ারিয়া বরমী মাদ্রাসার খতমে বুখারী সম্পন্ন হয়েছে। ৩রা জানুয়ারি শনিবার বাদ এশা গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী জামেয়া আনওয়ারিয়া মাদ্রাসা মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুখারী শরীফের শেষ দরস সম্পন্ন করেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব।

এবার ২১জন শিক্ষার্থী দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেছেন । এতে দুর দুরান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন।

মাদ্রাসার মুহতামিম আল্লামা আশেকে মোস্তফার সভাপতিত্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

-মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।