মাদারীপুরে বসতবাড়ি দখলের চেষ্টা: প্রতিবাদ করায় তরুণী ও তার মাকে মারধরের অভিযোগ

মাদারীপুর শহরের নতুন মাদারীপুর ২ নম্বর ওয়ার্ডে বসতবাড়ির জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এক তরুণী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণী আফরিন ইসলাম জানান, তার বাবা প্রবাসে থাকার সুযোগে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী আত্মীয়রা তাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা তাদের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এতে আফরিন ইসলাম প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে নীলফুলা জখম হয় বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, হামলায় জড়িতরা হলেন টিটু হাওলাদার, সোহেল হাওলাদার, হাচেন মুন্সী, মিরাজ হাওলাদার ও হানিফ চৌকিদার।

আফরিন ইসলামের অভিযোগ, হামলাকারীরা লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে মা এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। পরে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর থেকে আক্রান্ত পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে

 

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি