শ্রীপুরে জাসাস নেতা ফরিদ হত্যার প্রধান অভিযুক্ত ‘তারা ডাকাত’ টঙ্গী থেকে গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গোসিংগা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ সরকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্র্র্র্রধান আসামি পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর ভুবনের চালা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. তারা ডাকাত (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নিহতের ভাই বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।মামলায় অভিযুক্তরা হলেন পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর ভুবনের চালা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. তারা ডাকাত (৪০), শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে আনোয়ার (৫০), মৃত আব্দুল জলিলের ছেলে মো. হালিম (৫৫), মৃত আব্দুল সাহিদের ছেলে মোতাহার মাস্টার (৬০), সেলিমের ছেলে হৃদয় হাসান জয় (২০) এবং মৃত মমতাজ উদ্দিনের ছেলে টিটু (২৫)।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে গোসিংগা ইউনিয়নের লতিফপুর এলাকার কেবিএম ইটভাটার সামনে দুর্বৃত্তরা ফরিদ সরকারকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।’

-মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।