খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।
শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম।”
তিনি আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
শেখ হাসিনা তাঁর বার্তায় বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “আশা করছি, মহান আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।”
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪০ দিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, বেগম জিয়ার প্রয়াণে শেখ হাসিনার এই শোকবার্তা রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

-এম. এইচ. মামুন