মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে এবার টিপসই দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়া

খালেদা জিয়া ছবি:সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর), বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার প্রথমবারের মতো স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিলেন চাকুরির মনোনয়নপত্রে। এই নতুন পদ্ধতিতে মনোনয়নপত্র জমা হওয়া নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী গ্রহণযোগ্য বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়া বগুড়া‑৭, দিনাজপুর‑৩ ও ফেনী‑১ মোট তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র পেশ করছেন। তার পক্ষে নির্ধারিত নেতারা নির্ধারিত কেন্দ্রে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন।

এর মধ্যে রবিবার (২৮ ডিসেম্বর), দিনাজপুর‑৩ আসনের জন্য জেলা বিএনপি সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি খালেদা জিয়ার মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন। বাকি দুটি আসনে তিনি পক্ষে দলের দায়িত্বশীল নেতারা সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন দলীয় সূত্র।

মনোনয়নপত্র যাতে সুষ্ঠুভাবে গ্রহণ হয় এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রক্রিয়া সম্পন্ন হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে দলের নেতারা এ কার্যক্রম পরিচালনা করছেন।