পাগলা মসজিদের ১৩ দানবাক্স খুলে মিলল ৩৫ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স তিন মাস ২৭ দিন পর খোলা হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

দানবাক্স থেকে পাওয়া যায় ৩৫ বস্তা টাকা। পরে এসব টাকা মসজিদের দোতলায় নেওয়া হয়, যেখানে কঠোর নিরাপত্তার মধ্যে গণনার কাজ শুরু হয়। মাদ্রাসার প্রায় ২৫০ ছাত্র, ১০ শিক্ষক ও রূপালী ব্যাংকের ৭০ কর্মকর্তা এই গণনায় অংশ নিচ্ছেন। দিনভর গণনা শেষে সন্ধ্যায় টাকার মোট পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

আসলাম মোল্লা জানান, টাকার পাশাপাশি স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে। মসজিদের দানের অর্থ মাদ্রাসা, এতিমখানা পরিচালনা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট দানবাক্স খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকার বেশি অর্থ পাওয়া গিয়েছিল। নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ কিশোরগঞ্জের একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত।

সাবরিনা/