জাতির ওপর দুর্যোগের ছায়া দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে : জামায়াতে ইসলামীর আমির

ছবি: দিনাজপুর টিভি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে দুর্যোগের কালো ছায়া এখনও পুরোপুরি সরে যায়নি। শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ছায়া দূর না হওয়া পর্যন্ত এবং একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সংগ্রাম অব্যাহত থাকবে।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ছাত্রশিবিরের ওপর বাড়তি দায়িত্ব আরোপিত হয়েছে উল্লেখ করে বলেন, তারা ছাত্রসমাজের অভিভাবক হিসেবে ভূমিকা পালন করবে। তিনি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। শিক্ষাঙ্গনের সংস্কার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করাও তার বক্তব্যে স্থান পেয়েছে।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী বেকার ভাতা নয়, দক্ষ ও আত্মনির্ভরশীল মানুষ গড়ে তুলতে বিশ্বাসী।” ছাত্র ও শিক্ষকের সম্পর্ক পিতা-পুত্রের মতো শ্রদ্ধাশীল হওয়া উচিৎ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বলেন, মিথ্যাচার বা ভয় দেখিয়ে ছাত্রশিবিরকে থামানো যাবে না। ছাত্ররা সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকায় সংগঠন আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হবে না।

সাবরিনা/