জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচটি শিক্ষাবর্ষের সিজিপিএর ভিত্তিতে এগিয়ে থাকা ৪০০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ২০১৯-২০ (১৫তম ব্যাচ) থেকে ২০২৩-২৪ (১৯তম ব্যাচ) শিক্ষাবর্ষের প্রতিটি বিভাগের সিজিপিএ অনুযায়ী প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থী এবং প্রত্যেক ব্যাচের সিআরদের এই সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পাশে একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এমন স্বীকৃতি আমাদের আরো ভালোভাবে পড়াশোনা করার অনুপ্রেরণা দেয়। শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’










