জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মোতালেব শিকদার সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সোনাডাঙ্গায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর মাথার বাঁ পাশে গুলি লাগে এবং হাসপাতালে নেওয়ার সময় প্রচুর রক্তক্ষরণ হয়।
ঘটনাস্থল থেকে মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। কার্ড অনুযায়ী, তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রম শক্তির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। বিষয়টি এনসিপির একাধিক নেতা ও স্থানীয় সূত্রও নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকরা তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে স্থানান্তর করেন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।এনসিপি খুলনা জেলার সাবেক সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপি জানান, মোতালেব শিকদারকে আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিক্যাল কলেজে নেওয়া হয় এবং পরে বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ বর্তমানে এই হামলার কারণ ও অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।










