নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্য অধ্যায়ের সমাপ্তি উপলক্ষে লন্ডনে বিদায় সংবর্ধনা ও জনসভার আয়োজন করা হয়েছে। আগামীকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজন করছে যুক্তরাজ্য বিএনপি।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফেরার আগে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এটিই হবে তারেক রহমানের শেষ বড় রাজনৈতিক কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দলীয় সূত্র জানায়, বিজয় দিবসের তাৎপর্য ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের পাশাপাশি ইউরোপের একাধিক দেশ থেকেও বিএনপি নেতাকর্মীরা এতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা এটিকে বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
ম/ম










