রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার একটি সমঝোতার অংশ হিসেবে ন্যাটো সামরিক জোটে যোগ দেয়ার লক্ষ্য থেকে সরে দাঁড়িয়েছে ইউক্রেন। পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে এটি গ্রহণ করেছে তারা। রোববার বার্লিনে শান্তি আলোচনা শুরু হওয়ার আগে এমন ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, জেলেনস্কি জার্মান রাজধানীতে যাওয়ার পথে এই ছাড়ের কথা জানান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটির লক্ষ্য হলো ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তাক্ত সংঘাত সমাধানে পদক্ষেপ নেয়া।
এই পদক্ষেপটি ইউক্রেনের জন্য বড় ধরনের পরিবর্তন নির্দেশ করে। দীর্ঘদিন ধরে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ চেয়েছিল রাশিয়ার হামলা থেকে নিজেদের রক্ষার জন্য, যা তাদের সংবিধানেও উল্লেখ রয়েছে। এছাড়া, এটি রাশিয়ার যুদ্ধের অন্যতম লক্ষ্য পূরণ করছে, যদিও কিয়েভ এ পর্যন্ত মস্কোর কাছে কোনো অঞ্চল হস্তান্তর না করতে অটল থেকেছে।
জেলেনস্কি এই আলোচনায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের আয়োজনে ইউএস দূতদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মেৎসে বৈঠক শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং এরপর দুই পক্ষকে আলাপ-আলোচনার জন্য ছেড়ে দেন। অন্যান্য ইউরোপীয় নেতারাও সোমবার জার্মানিতে যোগ দেয়ার কথা।
ম/ম










