হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লো এয়ার অ্যাম্বুলেন্স

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের সময় এটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।  এর আগে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে হয়।

এদিকে হাদিকে সিঙ্গাপুরে নিতে এদিন বেলা ১১টা ২২ মিনিটে  সে দেশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ  হন তিনি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই এ কয়দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

ম/ম