রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়েছে ইউক্রেনের অন্তত ৬টি অঞ্চলের জ্বালানি স্থাপনা। রাতভর পরিচালিত এই হামলায় বিদ্যুৎ ও শিল্পখাতের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির এক মিলিয়নেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও শিল্প কারখানা টার্গেট করে সাড়ে ৪শ’র বেশি ড্রোন ও অন্তত ৩০টি মিসাইল ছোঁড়ে রাশিয়া। টেলিগ্রামে এ বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
হামলার ফলে বন্ধ হয়ে গেছে ইউক্রেনের ওডেসা, চারনিহিভ, খেরসন, নিপ্রো-পেট্রো-ভস্ক, কিরোভোহরাদ ও মাইকোলাইভ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের এলাকাগুলোতেও।
যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো রুশ হামলার প্রধান লক্ষ্য হয়ে আছে। এদিকে বিদ্যুৎ না থাকায় সৃষ্টি হয়েছে তীব্র পানি ও তাপ সংকট।
তবে জানা গেছে, দীর্ঘ সময় চেষ্টার পর মাইকোলাইভ ও এর আশপাশের এলাকাগুলোতে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।
অবি/










