তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর জেরে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এই বিক্ষোভ শুরু হয়। এতে ফার্মগেটসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।বিক্ষোভরত শিক্ষার্থী ফারহান বলেন, আমরা রানা ভাইয়ের হত্যার বিচার চাই।

যানজটে আটকা ফার্মগেট এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আশিক জানান, কাওরান বাজার থেকে তার অফিসে পৌঁছাতে মোটরসাইকেলে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। অফিসগামী রাফি ইবনে মুনির জানান, তীব্র যানজটের কারণে তাকে রমনা থেকে ফার্মগেট অফিস পর্যন্ত হেঁটে যেতে হয়।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন।

গত ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। রানার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। পরে তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বলেন, ১৮ বছর বয়সী নিহত সাকিবুল হাসান রানা কলেজটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

ম/ম