স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেওয়ার আহ্বান আসিফের

গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের সময় সব প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, প্রতিষ্ঠানগুলো ঠিক করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব প্রতিষ্ঠানের প্রধান পালিয়েছে; সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি।

এ সময় তিনি জনগণের শঙ্কা দূর করতে আইশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।