স্থানীয় সরকারের দুই শতাধিক পদে ভোটের তফশিল ঘোষণা

স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠান- জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দুই শতাধিক পদে আগামী ২৭ জুলাই ভোটগ্রহণের দিন নির্ধারণ করে উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১৯৫টি ইউনিয়ন পরিষদ, ২৩টি জেলা পরিষদ ও পাঁচটি পৌরসভার বিভিন্ন পদে ভোট হবে ওই দিন। এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনও অনুষ্ঠিত হবে একই দিনে।

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ জুলাই। আপিল নিষ্পত্তি ৯ জুলাই। মনোনয়নত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। ভোটগ্রহণ ২৭ জুলাই।

এদিকে নির্বাচনের তফশিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে ইসি।