আহসান উল্লাহ,সাভার প্রতিনিধি।
সাভার পৌরসভার কর্ণপাড়া খাল উদ্ধার
ও অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রসাশন। দীর্ঘদিন দখলে থাকা সাভারের কর্ণপাড়ার অবৈধ দখলের নিউজটি দৈনিক আলোকিত স্বদেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে সাভার উপজেলা প্রশাসনের
মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার কর্ণপাড়া ব্রিজের নিচে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে খালের সীমানা উদ্ধার ও অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উচ্ছেদ অভিযানে দোকান ও কয়েকটি কারখানা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও কর্ণপাড়া মৌজায় খালের সীমানা নির্ধারণ করা হয়েছে।
এব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূর বলেন, কর্ণপাড়া মৌজার মধ্যে কর্ণপাড়া খালের যে অংশ দখল করা হয়েছিল তা সীমানা নির্ধারণ করে উচ্ছেদ করা হয়েছে। এসময় বেশ কয়েকটি দেকান ও গোডাউন উচ্ছেদ করে খালের জমি উদ্ধার করা হয়।এর পরবর্তীতে যাতে অবৈধভাবে আর দখল করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান তিনি।
এসময় উচ্ছেদ অভিযানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশে মোতায়েন ছিল।