বিএনপি ও সমমনাদের ১৭তম কর্মসূচি আজ

শেখ হাসিনাসহ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে চলমান শান্তিপূর্ণ বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিফ দল ও জোটসমূহ ঢাকাসহ সারা দেশে তাদের কর্মসূচি পালন করছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিএনপি ও সমমনা দলগুলোর গণসংযোগ কর্মসূচি রয়েছে। এটি তাদের ১৭তম কর্মসূচি ও ৩য় দফা গণসংযোগ।
গণসংযোগ কর্মসূচি পালন করবেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বেলা সাড়ে ১২টায় রাজধানীর গুলশান এক নম্বর মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করবেন।
‘গণতন্ত্র মঞ্চ’ সকাল ১১টায় মালিবাগ মোড় থেকে মগবাজার, ‘১২ দলীয় জোট’ বেলা ১১ টায় মালিবাগ মোড় থেকে কাকরাইলের দিকে, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ দুপুর ২ টা শান্তিনগর বাজারের সামনে, ‘এলডিপি’ সকাল ১১টায় ফকিরাপুল মোড়ে। কর্মসূচি পালন করবে।
নুরুল হক নুরুর ‘গণ অধিকার পরিষদ’ কর্মসূচি করবে সকাল সাড়ে ১১টায় শান্তিনগর বাজারের সামনে থেকে। গণ ফোরাম ও পিপলস পার্টি সকাল ১১টায় আরামবাগ নটরডেম কলেজের উল্টো দিকে, গণফোরাম চত্বর থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় পল্টন মোড় থেকে কর্মসূচি পালন করবে।
ড. রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদ বিকাল ৪টায় পল্টন মোড় থেকে, লেবার পার্টি দুপুর সাড়ে ১২টায় নয়া পল্টন লেবার পার্টি অফিসের সামনে থেকে, এবি পার্টি বিকেল ৩টায় বিজয় নগর হোটেল বিজয় একাত্তুরের সামনে থেকে, ইসলামি আন্দোলন বাংলাদেশ পুরানা পল্টন হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সামনে থেকে কর্মসূচি পালন করবে।
এছাড়া সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। এতে প্রধান অতিথি হিসেব থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়, সেগুনবাগচায় ডিআরইউ মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আলোচনা করবেন জাতীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্নয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে দুপুর ১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী হলের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।